ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন ) বিকেল ৫ টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শশীভূষণ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক।
থানার উপপরিদর্শক (এস.আই) সোলাইমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিন হাওলাদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ফরাজী সহ যুবলীগ সভাপতি জাফর ইকবাল শান্ত ।
কমিউনিটি সভায় নবাগত ওসির উদ্দেশ্য করে চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার বলেন, মাননীয় এমপি মহোদয় জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এই চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে ১০০ বছর ফুটে এগিয়ে নিয়েছে। অতএব আমরা চাইনা মাননীয় এমপি মহোদয়ের এই সাজানো বাগান কোন চক্রান্তে এবং কোন গুজবে কেউ যদি ধ্বংস করে তাহলে আমার শক্ত হাতে জবাব দিব। আর আপনি আমাদের প্রশাসনিক সেই সহযোগিতা করতে হবে। আর এই চক্রান্ত মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট। কিন্তু আমরা সেই আইন হাতে নিয়ে কাজ করবো না। আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব।
চেয়ারম্যান আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে জাহানপুর ইউনিয়নকে সন্ত্রাস, ইভটিজিং, মাদকমুক্ত করার জন্য আমাদের পাশাপাশি আপনার প্রচেষ্টা একান্তই প্রয়োজন।
নবাগত ওসি এনামুল হক বলেন, শশীভূষণ থানা পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করুন আপনাদের নাম গোপন রাখা হবে। আপনারা যত বেশি তথ্য দিবেন তত বেশি অপরাধ মুক্ত থাকবে আপনার এলাকা। এবং থানায় আইনি সহায়তা প্রয়োজন হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।
ওসি আরও বলেন, “জঙ্গিবাদ” গুজব সহ সামাজিক বিভিন্ন অপরাধ নির্মুলে কোন প্রকার ছাড় দেয়া হবে না। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানে। মাদক সন্ত্রাস মুক্ত শশীভূষণ গড়তে আপনাদের সকলের সহযোগিতা পেলে অবশ্যই আমরা সবাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। নবাগত অফিসার ইনচার্জ এনামুল হক তথ্য ও পরামর্শ দিয়ে সকলকে সহযোগিতা করতে আহ্বান জানান।
এসময় জাহানপুর ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ইউপি সদস্য সহ চৌকিদারা উপস্থিত ছিলেন।