অনন্ত হাসান মাসুদঃ
অদ্য ২৬শে মার্চ ২০২৩ খ্রিঃ রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসন, বরিশাল কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মোঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার বরিশাল এবং সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, বরিশাল ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অতঃপর তারা দৃষ্টিনন্দন কুজকাওয়াজ উপভোগ করেন এবং কুজকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার ; বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম সহ বরিশালের বিভাগীয় এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।