ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবনে গাইনী এবং প্রসূতি ওয়ার্ডের শুভ উদ্বোধন।
স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবনে গাইনী এবং প্রসূতি ওয়ার্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় ভোলা নবনির্মিত ভবনে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে লেবার ওয়ার্ড ও গাইনি ওয়ার্ড এর যাত্রা শুরু হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মু: মনিরুল ইসলাম। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু কনসাল্টেন্ট ডাক্তার এম ডি সালাউদ্দিন, ইউনিসেফ প্রতিনিধি, অন্যান্য চিকিৎসক ও নার্সেস বৃন্দ সহ অন্যান্যরা।
উল্লেখ্য ভোলা ২৫০ জেনারেল হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে উদ্বোধন হলেও বিশাল অবকাঠামোর সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত হচ্ছে ভোলার সাধারণ রোগীরা। আজ উক্ত ভবনে লেবার ওয়ার্ড ও গাইনি ওয়ার্ড চালু হওয়াতে সাধারণ রোগীরা আধুনিক মেশিনারিজের সুযোগ সুবিধা থেকে শুরু করে অত্যাধুনিক চিকিৎসা সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।