ভোলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তোফায়েল আহমেদের মতবিনিময়। প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাবেকমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ভোলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। সত্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদকতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কিছু কিছু লোক অপ-সাংবাদিকতায় লিপ্ত রয়েছে। এরা সমাজচ্যুত খারাপ শ্রেণি । এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যবস্থা নিতে হবে। এ সময় তোফায়েল আহমেদ ভোলার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন আওয়ামী লীগের মত এত উন্নয়ন বিগত কোন সরকারের আমলেই হয়নি।
রবিবার দুপুরে ঢাকার বনানীস্থ নিজস্ব বাসভবনে তোফায়েল আহমেদ ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এস কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন প্রমূখ।
এর আগে ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব। এসময় ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি এম হাবিবুর রহমান এবং সম্পাদক অমিতাভ অপুর নেতৃত্বে সাংবাদিকরা তোফায়েল আহমেদ এর হাতে ফুলের তোড়া তুলে শুভেচ্ছা জানান। এসময় সাংদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসির লিটন, জুন্নু রায়হান, হোসাইন সাদী, এম. হেলাল উদ্দিন, এম. ছিদ্দিকুল্লাহ, মোঃ কামরুল ইসলাম, জসিম রানা, মোঃ তৌয়বুর রহমান, হাসিব রহমান, হাসনাইন আহমেদ মুন্না, আনোয়ার সুজন, নীরব হোসেন প্রমূখ।