সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।।
ভোলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার টিকে ভোলা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল ফিতর এর নামাজ আদায় করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদের জামাতে জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, আর আই, পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।