সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর মঙ্গলবার ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরুপ দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল কে ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত ঘোষনা করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
সভা শেষে তাকে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা সত্যরঞ্জন খাসকেল জানান,এই সম্মান,এই স্বীকৃতি দৌলতখান থানা পুলিশের প্রতিটি সদস্যের।
দৌলতখান থানার সকল অফিসার-ফোর্স মাননীয় পুলিশ সুপার, ভোলা মহোদয়কে সহ অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অবস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্যারদের নিকট কৃতজ্ঞতা জানাই।
যেকোনো ভালো কাজের পুরুষ্কার বা স্বীকৃতি পেলে ভালো কাজের স্পৃহা, গতি আরও বাড়িয়ে দেয়।