স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ ।।
ভোলায় জেলা পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়াপ্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪.০০ ঘটিকায় ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিস, ভোলার আয়োজনে জেলা পর্যায়ে “৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।মাধব চন্দ্র দাস, জেলা শিক্ষা অফিসার, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার, ভোলা।
এ সময় জনাব বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, জেলা ক্রিড়া সংস্থার সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।