সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।।
ভোলায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপারের ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। রবিবার (১৬ এপ্রিল) ২ টার দিকে সকল ইউনিট প্রধানগণের সাথে মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
মাননীয় অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, আতিকুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত হয় উক্ত অনুষ্ঠান।
এ সময় অতিরিক্ত আইজিপি মহোদয় অপরাধ পরিসংখ্যান ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা, রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণয় রায়, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ), অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।