• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ জলবায়ুর ধ্বংসযজ্ঞে বাস্তুচ্যুত ভোলা: হারিয়ে যাওয়া জীবনের খোঁজে ভোলায় ইএসডিও’র আয়োজনে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে ভোলায় বইপাঠ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক 

ভোলায় প্রতিবন্ধীদের কর্ম পরিকল্পনা নিয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় 

NEWS ROOM / ৬৩ বার ভিউ
আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।। 

ভোলায় প্রতিবন্ধীদের কর্ম পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকালই ২০ই মে রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় ভোলার বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের হলরুমে  প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে  এ কর্ম পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদার  উক্ত কর্মপরিকল্পনা সভার প্রথমে সমাজের এবং রাষ্ট্রের থেকে প্রাপ্ত প্রতিবন্ধীদের অধিকার ও তাদের প্রতি আমাদের সকলের সহানুভূতিশীল হওয়া এবং তাদেরকে কখনো পরিবারের, দেশের, বা সমাজের বোঝা মনে না করা সেই সম্পর্কে অবগত করেন। তারপর তিনি প্রতিবন্ধীদের অধিকার, ও কর্মপরিকল্পনা অর্থাৎ তারা রাষ্ট্র এবং সমাজ থেকে কি কি সুবিধা এবং কি কি ভাতা পেতে পারে যাতে করে শিক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে কোন প্রতিবন্ধী কোনভাবেই যেন বঞ্চিত না হয়, সেই সেই বিষয়গুলো নিয়ে সাংবাদিক, সুশীল সমাজ ও শিক্ষকদের ভেতর পাঁচ সদস্য করে জুঁই, শাপলা, গোলাপ, পদ্মা, মেঘনা নামে দল গঠন করে প্রত্যেককে প্রতিবন্ধীরা সমাজ এবং রাষ্ট্র থেকে তাদের প্রাপ্ত অধিকার সম্পর্কের চার,পাঁচটি করে পয়েন্ট প্রথমে মার্কার কলম দিয়ে কাগজে লিখে। তারপর প্রত্যেক দলের দলপতিকে দিয়ে কাগজে লেখা পয়েন্ট গুলো বোর্ডে টানিয়ে উক্ত পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত যুগোপযোগী এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনা শেষে সকলকে মধ্যাহ্ন ভোজের প্যাকেট  হাতে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি