স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ ।।
ভোলায় কিশোর গ্যাং এর প্রকপ কমাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।ভোলার প্রধান প্রধান পয়েন্টে অহেতুক আড্ডা দেওয়া নিয়ে ইতিমধ্যে ৭ জন কে আটক করে সতর্কবানী দিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।পুলিশ সুপার সাইফুল ইসলাম এর এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এর নেতৃত্বে ভোলা সদর মডেল থানার সহযোগিতায় কিশোর গ্যাং এর প্রকপ কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়।।
এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ভোলায় ইতিমধ্যে পরিবারের অসাবধানতার কারনে কিশোর গ্যাং এর আবির্ভাব বেড়েছে শহর জুরে। যার ফলে নানা সময় বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয় সাধারণ জনগন। তাই কিশোর গ্যাং কে শুন্য কোঠায় নামিয়ে নিয়ে আসতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে । আশা করি,ভুক্তভুগী এবং মিডিয়া থেকে সর্বাদিক তথ্যের সহযোগীতা পেলে অল্প সময়ের মধ্যে কিশোর গ্যাং কে শুন্য কোঠায় নিয়ে আসতে সক্ষম হবে জেলা পুলিশ ।
তিনি আরো বলেন,কিশোর গ্যাং এর মারাত্মক এই আবির্ভাব এর প্রকপ কমাতে ইতিমধ্যে সব রকম পদক্ষেপ গ্রহন করা হয়েছে । এবং এই অভিযান অভ্যাহত থাকবে কিশোর গ্যাং এর প্রকপ শুন্য কোঠায় নিয়ে আসা হবে।