স্টাফ রিপোর্টারঃ
ভোলায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বীজ থেকে নির্ভরযোগ্য চারা উৎপাদন কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। সোমবার বিকেল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৮ নং ওয়ার্ডের গুপ্তমুনসী এলাকায় চারা উৎপাদন কার্যক্রম শুরু করেন উপপরিচালক হাসান ওয়ারিসুল কবির,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রিয়াজুদ্দিন, সহ বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা বৃন্দ।
কৃষি নির্ভর বাংলাদেশে এমন প্রযুক্তির ছোয়ায় খুশি ভোলার কৃষকেরা ।এ বিষয়ে কৃষি উপপরিচালক বলেন দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এই অত্যাধুনিক প্রযুক্তির চারা উৎপাদন যন্ত্র ।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বলেন, বাংলাদেশ সরকারের কৃষি খাতে উন্নয়নের ধারাকে অভ্যাহত রাখতে সব রকম পদক্ষেপ গ্রহন করছে সরকার, এবং এই উন্নত প্রযুক্তির ব্যাবহারের ফলে কৃষি খাতে অনেক টা সফলতা আসার কথাও যানান তিনি । এমন প্রযুক্তি ব্যাবহারে কৃষি খাতে অনেক উন্নতি সাধন সম্ভব বলছেন এলাকাবাসী ।