সুজন হাওঃ বিশেষ প্রতিনিধি।।
ঈদুল ফিতরের আর বাকি ৯ দিন। তাই ভোলায় ঈদ’কে সামনে রেখে সদর রোড এবং শপিংমল পরিদর্শন করেছেন ভোলা জেলা পুলিশের একটি টিম। আজ বুধবার (১২ এপ্রিল) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর নির্দেশনা মোতাবেক ভোলায় যানজট নিরসনে ভোলা সদর রোড সহ অন্যান্য ব্যস্ত সড়ক এবং শপিংমল সমূহ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান।
ভোলা সদর রোডের শপিং মহলের পোকা কিনতে আসা ক্রেতাদের সাথে কথা বলেছেন এ পুলিশ সুপার। এবং কোন হয়রানির শিকাড় হয়েছেন কিনা সে সম্পর্কে অবগতও হন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঈদ উপলক্ষে কোন হয়রানির বা অতিরিক্ত দামে পণ্য বিক্রয় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পুলিশ পরিদর্শক,শহর ও যানবাহন শাখা, ভোলাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।