সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।
ভোলার উপশহর বাংলাবাজার আঞ্চলিক ছাত্রলীগ এবং অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনের মিলন মেলা করেন সোহেব মাহমুদ রাহিম ( বাংলাবাজার আঞ্চলিক ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন ( মাঈন) সভাপতি উওর দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগ
বাংলাবাজার চাইনিজ পার্ক রেস্টুরেন্ট এন্ড পার্টি হাউজে সকল কর্মীকে নিয়ে আলোচনা করেন আলোচনা শেষে খাবারের আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ কামাল হোসেন ( সাবেক ছাত্র নেতা শিক্ষানুরাগীএবং সাধারণ সম্পাদক দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগ ও বাংলাবাজার আঞ্চলিক ছাত্রলীগের অভিভাবক)
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ ফলাশ ( সাবেক সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ)
আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৌরভ খান ( সভাপতি দৌলতখান উপজেলা ছাত্রলীগ) ।