সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।।
ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন,
“ভোলার মার্কেট ও শপিংমলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে”। শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ রাতে ভোলার মার্কেট ও শপিংমল পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
তখন তিনি মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দোকান মালিক ও ক্রেতাদের সাথে কথা বলেন।
সাংবাদিকদের সাথে এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার আরও বলেন, ভোলা শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। জনগণ নিঃশঙ্কচিত্তে কেনাকাটা করছেন। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও জনগণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব প্রণয় রায়, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।