মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঘরে ঘরে গ্যাস সংযোগ, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সেতুসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল রবিবার সকালে ভোলা সদর উপজেলা বাংলা স্কুল মাঠে আগামীর ভোলার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ভোলায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস। জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসকসহ বিভিন্ন সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ভোলার মানুষ,এখানে চিকিৎসা দিতে চিকিৎসকরা আসেন না,চিকিৎসার অভাবে মারা যান হাজার হাজার মানুষ,
যদি একটি মেডিকেল কলেজ স্থাপন করা যায় তাহলে আমাদের কোন মা,ভাই,বোন ও আত্মীয়-স্বজনকে বিনা চিকিৎসায় হারাতে হবে না।
তারা বলেন,ভোলায় প্রচুর গ্যাস মজুদ থাকলেও এখনও ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠেনি,ভোলায় বার বার ভোলা বরিশাল সেতু নির্মাণের আশ্বাস দিল এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি,আমরা এর বাস্তবায়ন চাই না হলে দুর্বার গতিতে আন্দোলনের হুশিয়ারও দেন তারা।
বক্তার আরো বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি করব,প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের বাসভবন ঘেরাও করব,ভোলাকে অচল করে দিব আর তারপর ও যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলেও ভোলা থেকে সরকারকে কোন কর দেওয়া হবে না সেটাও আমরা বন্ধ করে দেব,সমাবেশ শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান করেন তারা।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,বোরহানউদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা খানম,জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম,ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন,এডভোকেট মনিরুল ইসলাম,মাওলানা মোবাশশিরুল হক নাঈম,ব দ্বীপের প্রতিষ্ঠাতা পরিচালক মীর মোশারফ ওমি,জেলা ইসলামিক আন্দোলনের উত্তর শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।