রাহাত হোসেন ভোলা প্রতিনিধি:
ভোলার সাত উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো র্যালী, আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো শিক্ষকদের হাত ধরেই, শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করেছে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শনের। র্যালীটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শিমুল চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বশির উল্যাহ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক গবিন্দ্র চন্দ্র দে, ফিরোজ আলম, মাকসুদুর রহমান পিন্টু প্রমূখ।
আলোচনা শেষে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনীত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে একটি দেয়ালিকা উপহার দেয়।