বিশেষ প্রতিনিধি, ভোলা প্রকাশ।।
ভোলা আঞ্চলিক ভ্যাট অফিসে কর্মরত থাকা কালীন দুরারোগ্য থেলাসিমিয়া রোগের চিকিৎসা গ্রহণ করেন বিল্লাল হোসেন। চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন বিল্লাল হোসেন। প্রয়াত মোঃ বিল্লাল হোসেনের মৃত্যুতে তার বন্ধুদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬অক্টোবর দোয়া মাহফিলের আয়োজন করে বন্ধু সংগঠনের এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা। প্রবাসী বন্ধু শাহিন সহ অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । আমরা সকলে আজ প্রবাসী বন্ধুদের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা তাদের দির্ঘ নেক হায়াত দান করুক। ঢাকায় অবস্থানরত বন্ধু অমি,আশরাফ, হোসেন সহ সকল বন্ধুরা ।
ভোলা প্রেম রোডস্থ আবু বকর সিদ্দিক মাদ্রাসায় বাদআছর দোয়া মুনাজাত শেষে বন্ধু মহলের পক্ষ থেকে রাজিব, শহিদুল, আরিফ, নুরে আলম, মোঃ নাজিম উপস্থিত থেকে দোয়া মুনাযাত অনুষ্ঠান সম্পূর্ন করেন। দোয়া অনুষ্ঠান শেষে বন্ধু মহলের পক্ষ থেকে দুটি সিলিং ফ্যান মাদ্রাসার প্রধানের হাতে তুলে দেন ।
উল্লেখ্য মরহুম বিল্লাল হোসেন গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন । মৃত্যু কালে মরহুম বিল্লাল এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান।