সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য সহ ১ জনকে আটক করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়,১২ নভেম্বর রাতে ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকিরের তত্ত্বাবধানে ভোলা সদর থানার এসআই গোপাল কুন্ডুর নেতৃত্বে ভোলা সদর থানার ভোলা পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ বাপ্তা বাসস্ট্যান্ড (সিন্ডিকেট) এর জনৈক শরীফের হোটেলের সামনে থেকে ৪ কেজি গাজা সহ মফিজ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম।
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,মাদক সহ একজনকে গ্রেফতার করা হয়েছে আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।