জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার
কোষ্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসাবে
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ মার্চ বুধবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদসুকে ৪ টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩ টি বোট সহ আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ মামুন মোল্লা,আনোয়ার হাওলাদার,মোঃ জুয়েল শেখ ,পায়ু মোল্লা ও নাজমুল হাওলাদার সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।
আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।