মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ
ভোলার তেঁতুলিয়া নদী ও ভেদুরিয়া লঞ্চ এবং ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এসময় কাউকে আটক করা যায়নি।
রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোষ্টগার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, দেশের ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ শিকারে গত ০১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট এবং খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে ১৬,০০০ কেজি (৪০০ মণ) জাটকা জব্দ করা হয়।