বোরহানউদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ।
রবিবার (১১ আগস্ট) রাত এগারোটায় বৈদ্যুতিক আলো বন্ধ করে বোরহানউদ্দিন থানা কার্যালয় জুড়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।
এ সময় বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ জব্বারুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে তাদের সকলের প্রতি বিনস্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন,সারাদেশে সন্ত্রাসীরা নির্মম নির্যাতন করে অসংখ্য পুলিশ সদস্যদের হত্যা করেছে।এই হত্যাকান্ডের কারনে পরিবারের একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে।
এই হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা পুলিশের পরিদর্শক,উপ-পরিদর্শক,সহকারি উপ-পরিদর্শক ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের ফোর্স গন।