সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন,বোরহানউদ্দিন থানা প্রশাসন ও বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার ২৯ অক্টোবর রাত ৮ টা থেকে ২ টা পর্যন্ত বোরহানউদ্দিনের তেঁতুলিয়ার নদীর বিভিন্ন পয়েন্টে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান ও বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় জেলেদের কাছ থেকে ২ হাজার মিটার অবৈধ জাল ও ১ টি নৌকা জব্দ করা হয়েছে।
সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বোরহানউদ্দিনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জমান।
তিনি জানান,নিষেধাজ্ঞা শুরুর পর থেকে এখন পর্যন্ত বোরহানউদ্দিনে মোট ২৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসব ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৩ জন জেলেকে জরিমানা করা হয়েছে এবং ৬ টি ট্রলার ও ১২ টি নৌকা জব্দ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান প্রমুখ।