মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাজারের দ্রব্যমূল্য স্বাভাবিক এবং খাদ্যদ্রব্যের বিশুদ্ধ মান বজায় রাখার নিমিত্ত জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ৩ মার্চ দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগন্জ বাজারে জনসচেতনতামূলক এ অভিযান পরিচালনা করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন ভঙ্গকারী ২ জনকে ০২(দুই) টি মামলায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযান সহযোগিতা করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।