মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সহ তিনজনকে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৬ অক্টোবর রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমানের তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানার এস আই রেহান উদ্দিন ও এস আই মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এএসআই তসলিম সহ একটি টিম বোরহান উদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঃ রহিম মালের বাড়ির সামনে থেকে মোঃ রাকিব (৩০),মোঃ বাবুল মোল্লা (২৮),মোঃ জামাল হোসেন (৩৫) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রি করা ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক মহোদয়ের নির্দেশে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবাসহ ২৬ অক্টোবর রাতে তিনজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে এবং ২৭ অক্টোবর দুপুরে মাদক মামলার মাধ্যমে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।