• রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বিজেপি চেয়ারম্যান পার্থ’ স্বাক্ষরিত ভোলা জেলা ‘যুব সংহতির কমিটি ঘোষণা ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ,অভিযুক্তদের বিচার চেয়ে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

NEWS ROOM / ৩০ বার ভিউ
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠেছে ইলিয়াস,বশির ও রফিক এর বিরুদ্ধে।
এই অভিযোগ করেছেন একই এলাকার রীমা বেগম(২৭) নামে এক নারী।
সাংবাদিকদের অভিযোগ করে তিনি বলেন,আমার শ্বশুর রুহুল আমিন ৩০ বছর পূর্বে ইদ্রিস মৌলবীর স্ত্রী ফাতেমা বেগমের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন আমরা ৩০ বছর যাবত ওই জমি ভোগ দখল করে আসতেছি,তিনি জানান “তখন স্টাম্পের মাধ্যমে প্রমাণ হিসেবে জমি তাদেরকে বুঝিয়ে দেয় এবং পরবর্তী সময়ের দলিল দিবে বলে ওয়াদাবদ্ধ হয় কিন্তু বছরের পর বছর কেটে গেল ও তারা দলিল দেয়নি কিন্তু জমি আমরাই ভোগ করে আসতেছি।
বর্তমানে আমার শ্বশুর মারা যাওয়ায় ওই জমির মালিক তাহার ছেলে মোঃ আলমগীর,মোঃ মহিউদ্দিন,সালাউদ্দিন মোঃ এরশাদ,রিয়াজ সহ তার ৬ ছেলে।
তিনি বলেন,আমরা ওইখানে একটি ঘর নির্মাণ করি এবং কাজ বর্তমানে চলমান আছে কিন্ত সোমবার ৩০ ডিসেম্বর সকালে আমাদের ঘর ভাঙচুর করে এবং আমার শ্লীলতাহানির চেষ্টা করে আমি এর উপযুক্ত বিচার চাই।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

সরজমিনে পরিদর্শন করলে মোঃ হান্নান সহ একাধিক লোকজন জানান,অভিযুক্তরা অনেকের কাছ থেকে জমি বিক্রি করবে বলে টাকা নিয়ে প্রতারণা করে জমি বুঝিয়ে দেন নি এবং মহিলাদের ওপর অত্যাচার এর ও বিচার দাবি করেন তারা এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ করা হয় অভিযুক্তদের বিচার চেয়ে।
এ বিষয়ে অভিযুক্তের বাড়িতে যাওয়া হলে ও বাসায় কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি