মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠেছে ইলিয়াস,বশির ও রফিক এর বিরুদ্ধে।
এই অভিযোগ করেছেন একই এলাকার রীমা বেগম(২৭) নামে এক নারী।
সাংবাদিকদের অভিযোগ করে তিনি বলেন,আমার শ্বশুর রুহুল আমিন ৩০ বছর পূর্বে ইদ্রিস মৌলবীর স্ত্রী ফাতেমা বেগমের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন আমরা ৩০ বছর যাবত ওই জমি ভোগ দখল করে আসতেছি,তিনি জানান “তখন স্টাম্পের মাধ্যমে প্রমাণ হিসেবে জমি তাদেরকে বুঝিয়ে দেয় এবং পরবর্তী সময়ের দলিল দিবে বলে ওয়াদাবদ্ধ হয় কিন্তু বছরের পর বছর কেটে গেল ও তারা দলিল দেয়নি কিন্তু জমি আমরাই ভোগ করে আসতেছি।
বর্তমানে আমার শ্বশুর মারা যাওয়ায় ওই জমির মালিক তাহার ছেলে মোঃ আলমগীর,মোঃ মহিউদ্দিন,সালাউদ্দিন মোঃ এরশাদ,রিয়াজ সহ তার ৬ ছেলে।
তিনি বলেন,আমরা ওইখানে একটি ঘর নির্মাণ করি এবং কাজ বর্তমানে চলমান আছে কিন্ত সোমবার ৩০ ডিসেম্বর সকালে আমাদের ঘর ভাঙচুর করে এবং আমার শ্লীলতাহানির চেষ্টা করে আমি এর উপযুক্ত বিচার চাই।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
সরজমিনে পরিদর্শন করলে মোঃ হান্নান সহ একাধিক লোকজন জানান,অভিযুক্তরা অনেকের কাছ থেকে জমি বিক্রি করবে বলে টাকা নিয়ে প্রতারণা করে জমি বুঝিয়ে দেন নি এবং মহিলাদের ওপর অত্যাচার এর ও বিচার দাবি করেন তারা এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ করা হয় অভিযুক্তদের বিচার চেয়ে।
এ বিষয়ে অভিযুক্তের বাড়িতে যাওয়া হলে ও বাসায় কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।