• সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বিজেপি চেয়ারম্যান পার্থ’ স্বাক্ষরিত ভোলা জেলা ‘যুব সংহতির কমিটি ঘোষণা ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বোরহানউদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গংগাপুর প্রিমিয়ার লীগের ২য় আসর অনুষ্ঠিত

NEWS ROOM / ২১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা বোরহানউদ্দিনে গংগাপুর ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে (ক্রিকেট টুর্নামেন্ট) গংগাপুর প্রিমিয়ার লীগ এর ২য় আসর অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ১লা এপ্রিল সকাল ১০ টায় গঙ্গাপুর খেলোয়াড় সংস্থার আয়োজনে গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু করা হয় পরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে ভোলা ২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গঙ্গাপুর প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসর ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে,আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,যুব সমাজকে মাদক,জুয়া,অনলাইন গেম ও বিভিন্ন রকম আসক্তি থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প কিছুই নেই,খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে,আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ,তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে খেলাধুলার বিকল্প কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বোরহানউদ্দিন উপজেলার প্রথম নির্বাহী সদস্য ব্যারিস্টার মারুফ ইবরাহিম আকাশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন,গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী।
স্বাগত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী বলেন,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সুসংগঠিত,তার বাস্তব উদাহরণ বোরহান উদ্দিন উপজেলা বিএনপি,ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশে যুব সমাজকে সকল ধরনের মন্দ কাছ থেকে বিরত রেখে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য ঈদে এ খেলার আয়োজন করা হয়েছে,আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে গঙ্গাপুর ইউনিয়নে আমরা গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি সুসংগঠিত,যতদিন বেঁচে আছি নেতার নির্দেশে কাজ করে যাব বলেও মন্তব্য করেন তিনি।
গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নেজামুল হক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গঙ্গাপুর প্রিমিয়ার লীগের পরিচালক ইসমাইল হোসেন রুবেল আখন,উপদেষ্টা রিয়াজ হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য যে,এবারের আসরে অংশগ্রহণ করবে গংগাপুর ইউনিয়নের স্থানীয় ১০টি দল। জয়া ওয়েস্টার্ন ক্লাব, জয়া স্পোর্টিং ক্লাব, গ্লোরিয়াস কিংস এলিভেন, গোল্ডেন ঈগলস, অহেদ আলী হাওলাদার একাদশ, ধারিয়া কিংস এলিভেন, সাগিরভিটা কিংস এলিভেন, মৌলভীরহাট রাইজিং স্টার, শান্তিরহাট সুপার ক্লাব ও গংগাপুর এক্সপ্রেস।
অধিনায়ক হলেন তানভীর আহমেদ,সোহাগ, নকিব,হেলাল,নোমান,সাগর,মহাসিন,তানভীর, জিহাদ, ইমন ও ফয়েজ।
এবারের আসরে মাঠে মেডিকেল টিম এর ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো খেলোয়াড় ইঞ্জুরি হলে মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।
এদিকে ক্রিকেট টুর্নামেন্ট কে কেন্দ্র করে যুব সমাজের আনন্দ ফিরে এসেছে,পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এমন টুর্নামেন্টে দেখতে খেলার মাঠে জড়ো হয়েছেন শত শত মানুষ।
তারা জানান,ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে ক্রিকেট খেলা দেখতে এসে তারা আনন্দ ও স্বস্তি অনুভব করছেন,প্রতিবছর যেন এমন খেলার আয়োজন করা হয় তেমনটাই দাবি করেছেন ক্রিকেট প্রেমী সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি