• সোমবার, ২৬ মে ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বিজেপি চেয়ারম্যান পার্থ’ স্বাক্ষরিত ভোলা জেলা ‘যুব সংহতির কমিটি ঘোষণা ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বোরহানউদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সম্পন্ন হল ৩ কিলোমিটার খাল পরিস্কার কার্যক্রম

NEWS ROOM / ৭১ বার ভিউ
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান এর উদ্যোগে জলাবদ্ধতা নিরসন ও পূর্বের ন্যায় প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে শাহবাজপুর খালের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে পরিস্কার করা হয়েছে ৷
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় শাহবাজপুর খালে পরিস্কার পরিচ্ছনতা অভিযানের উদ্ভোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান ৷ ব্রাক ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগীতায় সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশ গ্রহণ করেন ৷
সকাল ১০ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় রাতে শেষ হয় এই কার্যক্রম।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান বলেন,বোরহানউদ্দিনের গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করবে। তবে খাল পরিচ্ছনন্ন রাখতে খালের আসেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি তাদের প্রতি আহবান জানান খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে। তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলন আমাদের যে পথ দেখিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সেই চেতনা ধারণ করে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছি। এখন সবার সহায়তায় ধান-নদী-খাল এই তিনে বোরহানউদ্দিনের পুরানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ননী গোপাল বাড়ে,বিডি ক্লিনের সমন্বয়ক বিশ্বজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য,বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী শাহবাজপুর খালটি দীর্ঘ অনেক বছর ধরে কচুরী পানা ও ময়লা আবর্জনায় ভরা থাকায় প্রবাহ হারিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়
এতে নৌকা চলাচল বন্ধ ও স্থানীয় কৃষকরা ক্ষতির সম্মুখিন হন ৷ খালটি পরিস্কারের মাধ্যমে পুরনো রূপ ফিরে পাবে ও সাধারণ মানুষরা উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি