• বুধবার, ২৮ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ইএসডিও’র আয়োজনে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে ভোলায় বইপাঠ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

NEWS ROOM / ৪৭ বার ভিউ
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকতা মো: রায়হান-উজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,বর্তমানে বিশ্বায়নে নারীদের ভূমিকা অপরিসীম,তিনি বলেন নারীরা দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখছে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকতা রায়হান-উজ্জামান বলেন, সমাজে নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকল পর্যায়ে তাদের ভূমিকা আরও জোরালো করা,নারীর প্রতি সহিংসতা,বাল্য বিবাহ,যৌতুক প্রথা রোধ করতে এই ফোরাম গঠিত হয়েছে,এসময় তিনি নারীদের ঘরে বসে না থেকে সমাজের প্রতিটি উন্নয়নে তাদের দায়িত্ব ও কর্তব্য আরো বেগবান করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য বোরহানউদ্দিন
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান (১) মোঃ রাসেল আহমেদ মিয়া বলেন,নারীর ক্ষমতায়ন আমাদের সমাজে জাগ্রত করতে হবে,নারীরা এখন আর গৃহে নেই তারা সমাজের প্রতিটি স্তরের উন্নয়নে অবদান রাখছে।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে দেশ পরিচালনায় যে ভূমিকা রাখছে তা দেখে বিশ্ব নেতারা আজ অবাক হয়ে তাকিয়ে রয়েছে,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে রোল মডেল,এসময় তিনি আরো বলেন,যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ ভালো থাকবে,পথ হারাবে না বাংলাদেশ।
এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন তার বক্তব্য সমাজ,দেশ ও জাতীয় প্রেক্ষাপটে নারীদের ভূমিকা তুলেন ধরেন,এসময় তিনি সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে গিয়ে সাধারণ,দুস্থ অসহায় মানুষের সহযোগিতার আহ্বান জানান।তিনি আরো বলেন,এই কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য উপজেলার অসহায়,সুবিধা বঞ্চিত,অস্বচ্ছল নারীদের পাশে দাঁড়ানো,তাদেরকে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
এসময় আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য যে কর্মশালা শেষে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিনকে সভাপতি,দেউলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রুমা বেগমকে সাধারণ সম্পাদক এবং সাচড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য সালেহা বেগম কে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বৈশিষ্ট্য একটি কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি