মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা।
ভোলার বোরহানউদ্দিনে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পসারিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলিজিইডি) মোঃ মাইদুল ইসলাম খান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা আমজাদ হোসেন,উপজেলা কৃষি কর্মকতা এইচ.এম শামীম,উপজেলা মৎস্য কর্মকতা আলী আহমেদ আখন্দ,উপজেলা হিসাবরক্ষন কর্মকতা মোঃ সালেম,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,কাচিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্যর বাজারে চড়া দাম নিরসনে বাজার মনিটরিং,অবৈধ মোটরসাইকেল পার্কিং নিয়ন্ত্রণ,চুরি-ছিনতাই প্রতিরোধ,এসএসসি ও দাখিল পরিক্ষা ২০২৩ কেন্দ্রে পরিক্ষায় যাতে কোন প্রকার অনিয়ম না ঘটে তা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।