• সোমবার, ২৬ মে ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বিজেপি চেয়ারম্যান পার্থ’ স্বাক্ষরিত ভোলা জেলা ‘যুব সংহতির কমিটি ঘোষণা ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল এর ভোলা জেলা বার শাখার সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

NEWS ROOM / ৭৩ বার ভিউ
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের ভোলা বার শাখার সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সকল সদস্যদের সম্মতিক্রমে এ্যাডভোকেট আ.ফ.ম আব্দুল হামিদ কে সভাপতি ও এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের ভোলা জেলা বার শাখার ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ৩ টার সময় ভোলার শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলা বার কাউন্সিলের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সুমনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল এর উপদেষ্টা (ঝালকাঠি জেলা) এ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন মাসুম। ভোলা বারের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমির মোঃ জাকির মাস্টার, ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন ও ভোলা পৌরসভার আমির মোঃ জামাল উদ্দিন সহ ভোলা জেলার স্বনামধন্য আইনজীবীগণ।

 

বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল এর ভোলা জেলা বার শাখার অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, এ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস সুমন, এ্যাডভোকেট মোঃ রমিজ উদ্দিন, এ্যাডভোকেট মোঃ মাহবুবুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ জিয়াউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ ও এ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ। সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক রায়হান, অর্থ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান (হাসনাইন)। এ শাখার অন্যান্য সদস্যরা হলেন, এ্যাডভোকেট শফিউল্লাহ,

এ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, এ্যাডভোকেট মুহাম্মদ উল্লাহ, এ্যাডভোকেট আব্দুল হাই মামুন,

এ্যাডভোকেট রফিকুল ইসলাম মিয়া, এ্যাডভোকেট মোঃ আবু সাঈদ খুদরী, এ্যাডভোকেট মোঃ সেলিম শরীফ, এ্যাডভোকেট মোহাম্মদ এনায়েত হোসেন,

এ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান মঞ্জু, এ্যাডভোকেট মোঃ আওলাদ হোসেন আসাদ, এ্যাডভোকেট আল আমিন (বাবুল) সহ প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআন মাজীদে ঘোষণা করেছেন- তোমরা ইনসাফ কায়েম কর, মানুষের মধ্যে কল্যাণ প্রতিষ্ঠা কর, যাতে তারা উপকৃত হয়। নিকট আত্মীয়দের সহযোগিতা কর এবং অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত থাক। এটি মুসলিম উম্মাহর জন্য ফরজ। এ দায়িত্ব বোধ থেকেই বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও আইনাঙ্গণে সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্যায়, জুলুম-নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোই একজন আইনজীবীর নৈতিক দায়িত্ব। বিগত ১৫ বছর যাবত বর্তমান ক্ষমতাসীন সরকার দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে ভূলুণ্ঠিত করেছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং সকল সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। তারা আইনজীবীদেরকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি