অনন্ত হাসান মাসুদ : ভোলা
ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে নতুন করে ছাত্রলীগ কমিটি দিবে সদর উপজেলা ছাত্রলীগ। ১৫ অক্টোবর বিকেল ৫ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বিশেষ আলোচনা সভায় এমন কথা জানান সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব ।
তবে কমিটিতে যায়গা পাবেনা ২৯ বছরের বেশি বয়স এমন কেউ এবং যারা বিয়ে করেছেন, এবং যারা সরকারি চাকরিতে যোগদান করেছেন তাদের কে কমিটিতে কোনো ভাবেই স্থান দেওয়া হবেনা বলেও বক্তব্যে বলেন সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ।
এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম আবিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।