ডাঃ মোঃ মহিউদ্দিন
————————
বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত
আদুরে ছিলেন,
বাবাকে ভীষণ ভালোবাসতেন!
বাবা ছেলের সম্পর্কটা ছিল
খুবই দারুণ !
বাবার কাছেই বঙ্গবন্ধুর
লেখাপড়া শুরু,
বাবা-ই তার জীবনের
প্রথম শিক্ষাগুরু।
তিনি ছিলেন বংশের বড় ছেলে,
তাই আদর করে বাবা- মা
ডাকতেন’ খোকা ‘বলে।
তার শৈশব ছিল দুরন্তপনায় ভরা,
দুষ্টামির নালিশ হলে বাবার শাসন
চোখ রাঙানি ছিল ভীষণ কড়া।
তিনি বলেছেন ” আমি ভীষণ
একগুয়ে ছিলাম,
দলবল নিয়ে মারপিট করতাম,
কেউ কিছু বললে একসাথে
ঝাঁপিয়ে পড়তাম “।
ছোটোবেলা থেকেই খেলাধুলার
প্রতি ছিল ব্যাপক টান,
স্কুলে খেলার টিমের মধ্য
তার ছিল ভালো অবস্থান।
স্কুলে তিনি ক্যাপ্টেন ছিলেন।
তিনি নিয়মিত পত্রিকা পড়তেন।
তাই বাবা প্রতিদিন-ই
খবরের কাগজ রাখতেন
তখন পত্রিকা ছিল
আনন্দবাজার, বসুমতী, আজাদ,
মাসিক মোহাম্মদী,
নিয়মিত পড়তেন সওগাত।
শিক্ষাজীবনে বঙ্গবন্ধুর
অংকে ছিল ভীষণ ভয়,
তাছাড়া সমান পারদর্শী
ছিলেন সব বিষয়।
১৯৩৬ সালে তার চোখে
গ্লুকোমা নামে এক রোগ হয়।
দশ দিনের মধ্যে দুটি চোখের-ই অপারেশন করা হয় কলকাতায়।
সেই সময় থেকে-ই চশমা
পড়া শুরু হয়।