স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশঃ
ভোলার দুলারহাট থানায় চেকপোস্টে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার
মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা নির্দেশনায় ও মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ, দুলারহাট থানা, ভোলার তত্ত্বাবধায়নে অত্র দুলারহাট থানায় কর্মরত এসআই মোঃ মুছা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ।
১৭ তারিখ রাত্র ০১.৩০ টার সময় দুলারহাট থানাধীন চর তোফাজ্জল ৩নং ওয়ার্ড দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোষ্ট ডিউটি করার সময় ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি NOAH মাইক্রোবাস‘সহ আসামী-১।
তালহা হাওলাদার (৩০), পিতা-মোঃ হিরন হাওলাদার, সাং-উকিলপাড়া ৭নং ওয়ার্ড, ২। মেহেদী হাসান (২৪), পিতা-মোঃ সিরাজ, সাং-গাজীপুরা রোড ২নং ওয়ার্ড, উভয় থানা-ভোলা সদর, জেলা-ভোলা ও ৩। মোঃ মিন্টু বেপারী (২৯), পিতা-মোঃ নাসির বেপারী, সাং-খারকি ৬নং ওয়ার্ড, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল গ্রেফতার করেন।
এ বিষয়ে দুলার থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।