তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি\
ভোলা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় তজুমদ্দিন থানা – পুলিশের আয়োজনে হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদির হোসেন রাহিম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময় ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধ হলে তজুমদ্দিন থানার আওতায় এসব অপরাধ সহজেই নির্মূল করা সম্ভব ।
এছাড়াও মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।সর্বপরি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো তিনি।