স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলায় জেলা প্রশাসনের ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে কলেজ শিক্ষার্থীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে ।
২৯ তারিখ রবিবার জেলা প্রশাসন, ভোলা ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ভোলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোঃ মাকসুদুর রহমান (২৩)কে
কলেজে নিয়মিত যাতায়াত ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুবিধার্থে ১ (এক) টি ইলেকট্রিক হুইল চেয়ার প্রদান করা হয়। ইলেকট্রিক হুইল চেয়ারের চাবি মোঃ মাকসুদুর রহমানের হাতে তুলে দেন মান্যবর জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।
উল্লেখ্য যে , মোঃ মাকসুদুর রহমান ১২ বছর বয়স থেকে ডুসেন মাসকুলার ডিসট্রফি (ডিএমডি) নামক রোগে আক্রান্ত।
হুইল চেয়ার প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) তামিম আল ইয়ামীন, সমাজসেবা অধিদপ্তর, ভোলার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল আমিন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।