মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।
ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ভোলা জেলা সভাপতি আব্দুস শহীদ তালুকদার।
৩ মে শনিবার সন্ধ্যা ৭ টায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আরিফুল ইসলাম, ভোলা জেলা প্রতিনিধি, ই টেন টিভি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা প্রতিনিধি মনসুর আলম। আরও বক্তব্য রাখেন মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা ও জেলা প্রতিনিধি, দৈনিক স্বাধীন সংবাদ), মনিরুল ইসলাম (প্রতিনিধি, দি মর্নিং নিউজ),ইলিয়াস চৌধুরী (সহ-সভাপতি ও সম্পাদক, দৈনিক ভোলার কথা),আরিফুল ইসলাম রিয়াজ (এন টিভি অনলাইন, ভোলা প্রতিনিধি), রিয়াজ হোসেন শান্ত (ভোলা জেলা প্রতিনিধি, বিজয় টিভি), মো. হাসনাইন আহমেদ (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোলা টাইমস ও দৈনিক সকাল), এবং আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার, ভোলা টাইমস) সহ অন্যান্যরা ।
বক্তারা বলেন, মুক্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। তারা সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল: সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং—স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব।
বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় ১৬ ধাপ অগ্রগতি লাভ করেছে। গত ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের সূচকে এ তথ্য জানা গেছে।