চরফ্যাশনে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে চরফ্যাশন উপজেলার উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত।
২৭শে জানুয়ারি সোমবার সকালে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওয়ারপোর মহাপরিচালক মোঃ লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওয়ারপো পরিচালক কে এম আবুল কালাম আজাদ।
এসময় আরো বক্তব্য রাখেন,ওয়ারপোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আমিনুল হক, উপ-পরিচালক মোঃ মুজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ আবেদীন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জনগণের স্বার্থে কাজ করবে ওয়ারপো,যেকোনো দুর্যোগে,যেকোনো সময়ে উপজেলা প্রশাসন ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে জনগনের পাশে থাকবেন তারা।