রনি ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়, নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অদ্য ১১ মে, ২০২৩ খ্রি. রোজ বৃহস্পতিবার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বোরহানউদ্দিন, ভোলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভোলা( ০২ আসনের)বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলার মাননীয় এমপি আলহাজ্ব জনাব আলী আজম মুকুল। উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যান গন এবং গণমাধ্যম কর্মী বৃন্দ ।
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা নির্বাহী সরকারি আদেশক্রমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
নির্বাহী অফিসার নওরীন হক বলেন আগামী ১৩ ই মে/২০২৩ তারিখ বিশেষ ঝুঁকিপূর্ণ।
তিনি সাইক্লন সেল্টারের জন্য কমিটি গঠন,
শুকনা খাবার ক্রয়, দিয়া শলাই, ওষুধ মজুদ করা রাখার জন সবাইকে আহ্বান জানা। রাস্তা পরিস্কার,ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং প্রস্তুতিমূলক মাইকিং করানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়াওষুধ ও উপকরণ উপকূলবর্তী ইউনিয়নে পর্যাপ্ত মজুত রাখা।
প্রয়োজনীয় সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপে কামড় দেয়া রোগীর জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যান্টিভেনম মজুত রাখা ।
উপকূলবর্তী এলাকায় মাঠ কর্মীদের (স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ অন্যান্য) মাধ্যমে উপদ্রুত অঞ্চলে নিয়মিত পরিদর্শন এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।
কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
যেকোনো দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন চেয়ারম্যানদের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্সগুলো প্রয়োজনীয় জ্বালানিসহ প্রস্তুত রাখতে হবে।
সর্বোপরি সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে বলে জানান।
মাননীয় এমপি মহোদয় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আল্লাহর কাছে দোয়া কামনা করেন।