• সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বিজেপি চেয়ারম্যান পার্থ’ স্বাক্ষরিত ভোলা জেলা ‘যুব সংহতির কমিটি ঘোষণা ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

খাবারে ওষুধি গুণাগুন

NEWS ROOM / ৭১ বার ভিউ
আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মোঃ মহিউদ্দিন


প্রভাষক, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ

মূত্র রোগে শিমুল মূল আর পাথরকুচি,
পুদিনা পাতায় বাড়ায় রুচি।
আমাশয়,পাকস্থলীর রোগ,
জ্বর নিরাময়ে কাকমাছি।

থানকুনি আর কলার মোচা খেলে,
পেটের পীড়ায় মুক্তি মিলে।
ফোলা,বেথা – বেদনা ভালো হয়
আকন্দ পাতা বেঁধে দিলে।
দেহ সুস্থ- সবল -সতেজ হয়
সজনে পাতা রান্না,বড়া,ভর্তা,
গুরো করে শুকিয়ে খেলে।
শাপলা ফুল
ফোটে বিলে- ঝিলে,
শোধন করে খেলে
শ্বেতপ্রদর, অস্থিরতা,ব্রণ,অতিরিক্ত পিপাসা,অম্লতায় মুক্তি মিলে।
করোল্লা,জাম, তেলাকুচা,
আমপাতা,জলপাই পাতার রসে,
ডায়াবেটিস রোগীর
রক্তের সুগার থাকে বশে।
মধু,এলাচ খুবই উপকারী
সর্দি ও শুকনো কাশে।
বাসক পাতা,আদা,
তুলসী পাতায় সর্দি কাশি কমে,
কালিজিরা আর মধুর কথা
কি আর বলব নিয়মিত খেলে
ভয় পেয়ে যায় যমে।
অর্জুনের ছাল চূর্ণ করে খেলে
উচ্চ রক্তচাপ,হৃৎকম্প কমে,
এ্যালোভেরার গুণে,
মোহিত ও অনুপ্রাণিত হয় নারী গণে।
শতমূল,তেতুল বীজ, মধু,
খোরমা খেজুর খেলে
সম্পর্ক মধুর হয়ে নারীর সনে।
তেজপাতা,নিম পাতা ও রসুনের রসে,
জীবাণুনাশক শক্তি আছে।
লিভারের জটিল রোগ ভালো হয়
কালোমেঘ গাছে।
কাঁচা হলুদ আর নিমপাতা মিলে
খুঁজলি -প্যাঁচড়ায় দিলে,
খুব সহজে মুক্তি মিলে।
দুর্বলতা, যৌন রোগ ভালো হয়
বনটেপারী খেলে।
চিরতা পাতা ভিজিয়ে রেখে খেলে,
রক্ত পরিষ্কার, কৃমি,এলার্জি
ভালো হয় পেটের গ্যাস যায় চলে।
আমলকি,হরিতকি, বহেড়া চূর্ণ,
এই ত্রিফলার খুবই গুন
ঔষধিতে পরিপূর্ণ।
গ্যাস্ট্রিক, শরীর কষা,ভিটামিন সি, সাদাস্রাব যদি থাকে রক্ত শুন্য।
ত্রিফলার মত ভেষজ পেয়ে
সকল হাকীম, কবিরাজ ধন্য।
কোষ্ঠবদ্ধতা,আরুচি,শ্বাস,
কফনাশক রসুন,
কিডনি ও যকৃতের নানা রোগে
কার্যকরী বড়ই তার গুণ।
প্রতিদিনই খাবারের তালিকায়
নানান সবজির সালাদ রাখুন,
রোগবালাই থেকে মুক্ত থাকুন।
কোষ্ঠবদ্ধতা -কোষ্ঠকাঠিন্য হলে,
অতি দ্রুত আরোগ্য হবে
নিয়মিত শাক-সবজি খাবেন
সোনাপাতা, ইসুবগুল
খাবেন জলে গুলে।
অর্শ, অনিয়মিত ঋতুস্রাব,
দুধ স্বল্পতায় অনন্তমূল,
তেমনি আবার সর্দি,কাশি
চোখ ওঠায় চুলের
বৃদ্ধি, শ্বেতী রোগে জবা ফুল।
টিউমার মিশিয়ে দেয় বা
ফাটিয়ে দেয় বন জুঁইয়ের মূল।
পেটের বায়ু,অরুচি,প্রদর
রোগে বরই ফুল
ক্যান্সার, বিষাদ, রক্ত পরিষ্কার
ও রোগ প্রতিরোধে কুল /বরই।
উলটকম্বল শ্বেতপ্রদর, কোষ্ঠকাঠিন্য,মেহ,অনিয়মিত মাসিক,
বাধক বেদনায় হিতকর।
তেমনি আবার বটপাতার আঠা
বহুমূত্র রোগে বিশেষ ঔষধ
জরায়ুর দোষ নিবারক।
বট পাতার কষ চোখউঠা
রোগ উপশম কারক।
রংঙিন ফলফলাদি খুবই শক্তিবর্ধক।
পিপাসা, হাঁপানি, কাশি, জ্বর,
বমি,প্রমেহ,ক্ষয় নাশক,
বহু গুণে গুণান্বিত
অতিপরিচিত বাসক।
বদহজম -পেটফাঁপা কমে
চিবিয়ে খেলে পান,
ক্রিমি,ব্রণ,বমিনাশে
খুবই উপকারী জাফরান।
সজনে পাতা,ছাল, শিকড় খেলে,
জ্বর, বহুমূত্র, গেঁটেবাত, কটিবাত
হাঁপানি রোগে মুক্তি মিলে।
মধুর সাথে তেলাকুচার মুল
মিশিয়ে খেলে এ‍্যাজমা
রোগে মুক্তি মিলে।
মাথার চুল কালো হয় বিংঙরাজের
সাথে তিলের তেল মাথায় দিলে।
সূর্যমূখী, তিল, শরিষা, বাদাম তেলে
রান্না করে খেলে গ‍্যাসটিক, আলসার রোগ সহ দুরারোগ‍্য রোগে মুক্তি মিলে।
প্রসাবে জ্বালা যন্ত্রনায়,
পানির সাথে লেবুর রস মিশিয়ে
খেলে খুবই ফল দেয়।
মাছের কাঁটা গলায় বিঁধলে,
লেবুর রসে গলিয়ে ফেলে।
ভিটামিন সি’তে ভরপুর লেবু ফলে।
পেঁপে পাতার রসে
ভিটামিনে ভরপুর,
নিয়ম মেনে খেলে
ডেঙ্গু রোগ ও রক্তশূন্যতা হয় দূর।
আমাশয়, পিপাসায়,
রক্ত দোষ কৃমি দোষ
ভালো হয় ধাই ফুলে,
প্লীহা বৃদ্ধি যকৃত বৃদ্ধি
ভাল হয় সজনের মূলে।
সিজনাল পাকা ফলমূল
নিয়মিত খেলে,
রোগ প্রতিরোধ বাড়ায়
দেহের শক্তি মিলে।
সবুজ শাকসবজি ফলমূল
পুষ্টিকর রোগ প্রতিরোধে দরকার,
এসব খাবারের বিকল্প নাইতো আর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি