ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলায় জাহানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল গফুর কাঞ্চন পঞ্চায়েত দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন।
কাঞ্চন পঞ্চায়েত ছোটবেলা থেকে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত থেকে বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
জানা যায়, গত ৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফুসফুস ইনফেকশন জনিত সমস্যার কারণে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। এর পর ২৬ আগস্ট বাড়িতে ফেরার পর আবরো ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি দেখে ফের আবারো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদিকে তাহার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়ে তাকে দেখতে গিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
অসুস্থ কাঞ্চন পঞ্চায়েত সকলের কাছে দোয়া প্রার্থনা চেয়ে বলেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেয়।