সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ঢাকার মিরপুর ১৪ ও মোহাম্মদপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ও ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নাজির এর নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মিরপুর ১৪ এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইমরান হোসেন ও প্রতারণা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আহাম্মাদ উল্লাহ সোহাগ কে আটক করে ভোলা সদর থানা পুলিশের চৌকস একটি টিম।
জানা গেছে,আদালত থেকে রায়ের পর দীর্ঘদিন পলাতক ছিলেন এই ২ আসামী পরে থানা পুলিশের বিশেষ তৎপরতায় তাদের গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে মাদক ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসা হয় এবং ১৯ জানুয়ারি শুক্রবার সকালে আসামীদের কে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।