• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি’র সাধারণ সম্পাদকের উপর হামলা  ভোলায় মেঘনা নদীর ডাকাত বাহিনীর প্রধান মো. ফোরকান ওরফে ফোরকান ডাকাতকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-৮ ভোলার চৌকস টিম মনপুরা রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ এবং আহবায়ক কমিটি গঠন। দক্ষিণ ধলীগৌরনগরে মুর্শিদ আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত  বোরহানউদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গংগাপুর প্রিমিয়ার লীগের ২য় আসর অনুষ্ঠিত জু্লাই গণঅভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত ও পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন মারুফ ইব্রাহিম আকাশ বোরহানউদ্দিনে বেদে পল্লীসহ প্রতিটি ঘরে ঈদ উপহার পৌছে দিলেন পৌর প্রশাসক বিভিন্ন ঘাট,বাজার ও লঞ্চে যাত্রী হয়রানি বন্ধে মনিটরিং নেমেছে ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বোরহানউদ্দিনে বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১ জন সেরা হাফেজ কে পুরস্কৃত করলেন সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি’র সাধারণ সম্পাদকের উপর হামলা 

NEWS ROOM / ৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ভোলা প্রতিনিধি, ভোলা প্রকাশ।।

ভোলার লালমোহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি’র সাধারণ সম্পাদকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন ডাঃ ছিদ্দিকুর রহমান (৫৫), মোঃ জিয়া (৪০), সাকিব ওয়াহিদ (২৮), মোঃ আবুল কালাম (৫৫), সালমা খানাম (৪৫) ও মোঃ রাকিবুল হাসান (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান ও মোঃ জিয়াকে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং সাকিব ওয়াহিদ মূমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত মঙ্গলবার ( ০১ এপ্রিল ) লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজিগঞ্জ বাজারে বিএনপি’র চরভুতা ইউনিয়নের সভাপতি মোঃ আবি আব্দুল্লাহ খোকন মিয়ার বাসার সামনে পাকা রাস্তার উপর এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

আহত ডাঃ সিদ্দিকুর রহমান জানান, লালমোহন চরভুতা ইউনিয়নে ব্যাপক হারে চাঁদাবাজি করে বেড়াচ্ছে বিএনপি নামধারী হাইব্রিড নেতাকর্মীরা।আমি বিভিন্ন সময়ে ওই চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুকে ও সরাসরি প্রতিবাদ করি। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে। আমাকে নানা ভাবে হুমকি ধামকি দেওয়া হয়। এমন কি আমাকে মেরে ফেলারও হুমকী দেয় ওই চিহ্নিত চাদাবাজরা। আমার একটাই অপরাধ আমি এই চাঁদাবাজির বিরুদ্ধে কেন প্রতিবাদ করি। গত মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় কালাম সরকার, রুবেল, নিলয়, মিলন, ফাহিমসহ ৮ থেকে ১০ জনে মিলে আমাদেরকে বেধড়কভাবে লাঠি সোটা, রড, বগিদা নিয়ে, মারধর করে। এতে আমরা আমরা ৬ জন গুরুতর ভাবে জখম হই।

পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতল, ভোলা সদর হাসপাতাল ও বরিশাল শেবাচিমে ভর্তি করে। কাউকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আবার কাউকে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, কথিত হাইব্রিড কালাম সরকার ও তার সন্ত্রাসী বাহিনীরা ৫ আগস্টের পর এলাকায় বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজি করে বেড়াচ্ছে এতে বিএনপির ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হচ্ছে। এ সব চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েকবার চরভুতা ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমানের উপর বারবার হামলা করেছে। তাছাড়া তাদের চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে মেরে ফেলার ও হুমকি দেয়া হয়। কালাম সরকার ও তার সন্ত্রাসী বাহিনীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ।

এই বিষয়ে লালমোহন উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল পঞ্চায়েত বলেন। চরভুতা ইউনিয়নের সম্পাদক পরিচয় দানকারী ডাঃ সিদ্দিকুর রহমান ওই চরভুতা ইউনিয়নের সাধারণ সম্পাদক নয়। সে নিজেকে সাধারণ সম্পাদক নামে পরিচয় দেয়।

প্রতিপক্ষ কালাম সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও। তাকে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ভাবে ফোন দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই হামলার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই পক্ষের কারো কোন লিখিত অভিযোগ পাইনি। মামলা অথবা অভিযোগের কপি হাতে পেলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এবং আসল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি