বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা,বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ প্রতিপাদ্য সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উপলক্ষে আলোচনা সভা,বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মার্চ)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা,শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই বোরহানউদ্দিন উপজেলা পরিষদ অডিটরিয়ম থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,ভোলা জেলা মৎস্য কর্মকতা মোঃ আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল হাসান,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকতা নাজমুস সালেহীন,বোরহানউদ্দিন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ের ক্ষেত্র সহকারী শহীদ আল হেলাল প্রমুখ।