আমার শৈশব
মোঃ মহিউদ্দিন
--------------
আহা কি আনন্দ কি যে মজা
ছিল আমার শৈশব ছেলেবেলা,
বন্ধুদের সাথে নিয়ে কাচারি বাড়ির
দিঘির জলে করতাম খেলা।
বুনো শাক,পাখির ছানা
খুঁজে খুঁজে সময করতাম পার,
কই, শিং, সরপুঁটি মাছে
ভরা ছিল জলাধার।
কাচারী বাড়ির দীঘির জলে
সাঁতার কাটতাম
এপার থেকে ওপার।
"হারাহারি" "মগ মগ"
জলের খেলা খেলতাম,
খেলাধুলায় ঠকে গেলে
চোখের পানি ফেলতাম।
শীতের দিনে প্রতিবেশীর
বানানো খেজুর রসের পাটালি,
এখনো আমার খুব মনে পড়ে
খেতে কি যে মজা
মায়ের হাতের পিঠা পুলি।
ঝড় আসলেই বন্ধুরা মিলে
ফল গাছের তলায়
ফল কুড়ানোর পরে যেত ধুম,
শীতের রাতে জসিম মাষ্টার,
কবিরের কাচারীতে খেজুর রসের
ফিরনি -পায়স খাওযার জন্য
রাতে কারো হতোনা ঘুম।
খেলার সাথী, পড়ার সাথীরা
কোথায় হারিয়ে গেল,
কে কোথায় কি করে
কিইবা চাকরি পেল।
নির্জনে থাকলে-ই খুব মনে পড়ে,
সেই মধুর স্মৃতি-ই হয়ে রইল
আর কি কখনো ফিরে পাব তারে৷