আমার মেঠো সবুজ গাঁয়
-- মোঃ মহিউদ্দিন
-----------------------------------
সবুজ - শ্যামল বৃক্ষে ঘেরা
আমার জন্মভূমির এই গাঁয়
কোমল দূর্বা মাড়িয়ে পায়,
কে যাবি ভাই আয়।
সেথায় মেঠোপথে
গাছের সারি
শীতল বাতাস বয়।
মেঘনা নদীর জোয়ার ভাটায়
জাল ফেলে মাঝি
পাল তুলে দিয়ে
ভাটিয়ালি গান গায়।
কৃষকেরা লাঙ্গল-জোয়াল
কাঁধে নিয়ে ফসলের মাঠে যায়।
গায়ের বধু পায়ে নুপুর পরে
মাটির কলসি কাঁখে নিয়ে
আলতা রাঙ্গা পায়।
সেথায় নেই শব্দ দূষণ,
কল কারখানার বিষাক্ত কার্বন।
সেথায় নেই গাড়ি, ঘোড়া
যানজট কোলাহল,
ফলমূল শাক সবজিতে
নেই বিষাক্ত কেমিক্যাল।
ফসলের মাঠে
সবুজ - সোনালি বরণ,
আছে নির্মল বায়ু
বিশুদ্ধ অক্সিজেন।
মানুষের মধ্যে নেই
কুটিলতা -জটিলতা,
সহজ-সরল গাঁয়ের মানুষ
আছে অসাধারণ অতিথেয়তা।
আছে স্বচ্ছ মানসিকতা,
বন্ধুসুলভ ন্যায়পরায়নতা।
কে যাবি ভাই আয়,
আমার সবুজ মেঠো গাঁয়।