ফজলুল কাদের মজনু মোল্লা প্রিয় নেতার শুভ জন্মদিন
-- ডাঃ মোঃ মহিউদ্দিন
---
আবারো এসেছে
আপনার শূভ জন্মদিন
একবছর পরে,
দোয়া করি নামাজ পড়ে
মোনাজাত করে
হৃদয় ও মন ভরে।
সবসময় থাকেন
যেন হাসি- খুশি মুখে।
আল্লাহ যেন রাখেন
আপনাকে সর্বদা সুখে।
গরিব-দুঃখীদের সুখে দুখে,
সর্বসময় সহায়তা করেছেন
হাসি ফুটিয়েছেন তাদের মুখে।
আপনার সুনাম-সুখ্যাতি
যেন থাকে সকলের মুখে মুখে।
আপনি ভোলাবাসীর প্রিয় একজন, আপনার জন্মদিনে
বহু শুভেচ্ছা তারই প্রমাণ।
আপনার অনন্য সততা
অন্য লোকজন দেখে,
তারা যেন আপনায় দেখে শিখে।