মায়ের ভক্ত দেখেছ কি?
যার কাছে মা মানেই তার জীবন।
যে মায়ের কথায় সদায় শীতল, মায়ের কাছে নত।
আমি মায়ের ভক্ত দেখেছি তবে নয়ত তার মতো এমন।
যে কিনা প্রতি মুহুর্তে মায়ের স্মরণে অশ্রুতে ভেজা করে তার দুনয়ন।
এমন সন্তান গর্বে নিয়ে মা,তুমি হয়েছে ধন্য।
মাগো, ও মা, তোমার সন্তান বিপথে নেই, মানুষের সেবার করে যায় তোমার আর্দশে সাংবাদিকতা।
বলছিলাম, শ্রী বিজয় বাইন, মায়ের ভক্তের কথা ।
যার কাছে মায়ের জন্য হয়ে যায় সাতখুন মাফ।
শত্রুপক্ষ যদি বলে- বিজয় ভাই, মায়ের দোহাই লাগে ছেড়ে দেও এবার।
বিজয় বলে,মায়ের জন্য দোয়া করো, মা' হারিয়েছি বছর হতে চললো।
মায়ের কথা আমাকে কাঁদায়,মায়ের আশ্রয়ে মতো এমন আশ্রয় কোথাও যে আর নেই।
মা,ও মা, তোমার চরণের ধুলায় আমারে রাখিও পরম যত্নে, মা।
উৎসর্গ - শ্রী বিজয় বাইন
-রাহাত হোসেন