বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
ডাঃ মোঃ মহিউদ্দিন
-----------------------------
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির গর্ব বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
বাংলার ইতিহাসে স্মরণীয়
বরণীয় এক ব্যক্তিত্বের নাম।
বাংলার জনসাধারণ ১৯৭১ সালে,
তার আহবানে সাড়া দিয়ে
যোগ দিয়ে ছিলেন
মুক্তিযোদ্ধাদের দলে।
স্বাধিকার আন্দোলনের
ধারাবাহিকতায়,
বাঙালি গণহত্যার প্রেক্ষিতে
এই জনযুদ্ধ সংঘটিত হয়।
যুদ্ধের ফলে স্বাধীন সার্বভৌম
বাংলাদেশ রাষ্টের অভ্যুদয়।
১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে,
বহু বাঙালিকে হত্যা করে
পশ্চিম পাকিস্তানি হানাদারের হাতে।
সাধারণ নাগরিক ছাত্র-শিক্ষক,
বুদ্ধিজীবী, পুলিশ, ই পি আর,
নৃশংসভাবে হত্যা করে
পশ্চিম পাকিস্তানি সামরিক
জান্তা সরকার।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনের
ফলাফল কে করে অস্বীকার,
সংখ্যাগরিষ্ঠ দলনেতা শেখ মুজিবুর রহমানকে করে গ্রেফতার।
দীর্ঘ নয় মাস মুক্তি বাহিনীর
অক্লান্ত যুদ্ধের ফলে,
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
হানাদারেরা আত্মসমর্পণ
করে সদলবলে।