তিনি মহান সৃষ্টিকর্তা
ডাঃ মোঃ মহিউদ্দিন
--------------------------------
মহান সৃষ্টিকর্তা হে রহিম- রহমান,
কত সুন্দর করে সৃষ্টি করেছ
গ্রহ,তারা, সূর্য,আসমান,জমিন।
হে সৃষ্টিকর্তা তুমি মহান
কখন তাকে করছে স্মরণ
কখন তাকে কে ডাকেন,
বহু ফেরেশতারা নিয়োজিত
তিলেতিলে সকল হিসাব রাখেন।
সৃষ্টি বিশাল বা ক্ষুদ্র অণু অতি,
প্রতিমুহূর্তে খবর রাখেন
সকল সৃষ্টির প্রতি।
সকল সৃষ্টিকে ভালোবেসে
রিজিক করেন দান,
আশরাফুল মাখলুকাত হিসেবে
মাটির মানুষকে দিয়েছেন সম্মান।
পৃথিবীর সৃষ্টির থেকে অদ্যাবধি,
তার ইশারায় চলছে সবই।
তার সৃষ্টিকুল কে দেখালে দয়া
বাড়িয়ে দেন সন্মান,
হে সৃষ্টিকর্তা তুমি রহিম রহমান।
তিনি দয়াবান প্রভু মহান।
তিনি দয়া দেখালে বাড়ে সম্মান
গোস্সা হলে সব যে হয় খানখান।
তিনি মহান মহিয়ান
সর্বশক্তিমান তিনি পরম দয়াবান।
তিনি সৃষ্টিকর্তা তিনি মহান।