বঙ্গবন্ধুর শৈশব
ডাঃ মোঃ মহিউদ্দিন
----------------------------
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
ফরিদপুর জেলার টুঙ্গীপাড়ায়
এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে
জন্ম গ্রহণ করেন।
১৯২০ সালের ১৭ মার্চ
তিনি জন্মগ্রহণ করেন।
পিতা শেখ লুৎফর রহমান
মা মোসাম্মৎ সাহারা খাতুন।
চার কন্যা দুই পুত্রের মধ্যে
বঙ্গবন্ধু তৃতীয় সন্তান।
মা বাবা তাকে খুব আদর করে
"খোকা" বলে ডাকতেন।
খোকার শৈশবে
টুঙ্গিপাড়ায় থেকেছেন।
সাত বছর বয়সে তিনি গিমাডাঙ্গা
প্রাইমারি স্কুলে
পড়াশোনা শুরু করেন।
নয় বছর বয়সে
গোপালগঞ্জ পাবলিক
স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন।
পরে তিনি স্থানীয় মিশনারী
স্কুলে ভর্তি হন।
১৪ বছর বয়সে বেরি বেরি
রোগে আক্রান্ত হন।
চোখের রোগের কারণে
কলকাতায় তার একটি চোখ
অপারেশন করান।
১৮ বছর বয়সে বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেছা কে আনুষ্ঠানিক
ভাবে বিয়ে করেন।